মাদারীপুরে আ.লীগের দু`পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫


প্রকাশিত: ০৯:৩৩ এএম, ১৫ এপ্রিল ২০১৬

মাদারীপুরের মস্তফাপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন গুরুতর আহত হয়েছেন। এসময় প্রায় ১০টি বাড়িঘর ভাঙচুর করা হয়। শুক্রবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে মস্তফাপুর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সোহরাব হোসেন খান ৩৫০ ভোটে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বি কুদ্দুস মল্লিকের কাছে পরাজিত হন। কিন্তু এই নির্বাচনে বিদ্রোহী প্রার্থী সোহরাব খান আওয়ামী লীগ প্রার্থী কুদ্দুস মল্লিকের বিরুদ্ধে জাল ভোট দিয়ে জয়ী হওয়ার অভিযোগ এনে নির্বাচনের দিন বিকেলে কোন্দলে জড়িয়ে পড়েন। আর এরই জের ধরে শুক্রবার দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৫ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এসময় ১০টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।

Madarepur

মাদারীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, গুলিবিদ্ধ বাদল মীর (৩০), শাহ আলম (২৮), আরিফ হাওলাদার (৩০), শওকত হাওলাদার (৩২) এবং সাইফুল ইসলামকে (৩১) ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরো বলেন, পরিস্থিতি সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নাসিরুল হক/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।