ফরিদপুরে খাজা বাহিনীর প্রধান আটক


প্রকাশিত: ১১:১০ এএম, ১৬ এপ্রিল ২০১৬

ফরিদপুর শহরের খাজা বাহিনীর প্রধান খায়রুজ্জামান খাজাকে (৩৫) আটক করেছে র‌্যাব। এসময় তার থেকে একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলিসহ বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

খাজা ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ভাটী লক্ষ্মীপুর গ্রামের হানিফ মাতুব্বরের ছেলে।

র‌্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর আবদুল্লাহ আল হাসান জানান, শুক্রবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় হাইওয়ে বাসে ডাকাতির প্রস্তুতির সময় খাজাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

খায়রুজ্জামান খাজার নামে ফরিদপুর কোতয়ালী থানায় হত্যা, ডাকাতিসহ ১৪টি মামলা রয়েছে। খাজা ফরিদপুরসহ আশপাশের এলাকায় তার বাহিনীর সদসদ্যের নিয়ে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড চালায়।

এস.এম. তরুন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।