সোনার নৌকা ফিরিয়ে দিলেন ভূমিমন্ত্রী


প্রকাশিত: ১১:৫৭ এএম, ১৬ এপ্রিল ২০১৬
ফাইল ছবি

সোনার নৌকা ফিরিয়ে দিলেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। তবে তিনি সেই নৌকা জাতীয় যাদুঘরে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

শনিবার পাবনা জেলা যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার এমলাক হোসেন বাবু ভূমিমন্ত্রীকে জনসম্মুখে সোনার তৈরি একটি নৌকা উপহার দিতে গেলে তিনি সেটি ফেরত দিয়েছেন।

এদিন বিকেলে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়ায় ৮৩ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত সাহাপুর ইউনিয়ন পরিষদ ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।

অনুষ্ঠানে শত শত জনতা ও স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা মন্ত্রীর এই ঘটনাকে সাধুবাদ জানান।

মন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ কোনো অনুষ্ঠানে এমপি, মন্ত্রী বা জনপ্রতিনিধিকে সোনার তৈরি কোনো উপহার দিলে তা গ্রহণ করা যাবে না।

এজন্য তিনি সোনার নৌকা গ্রহণ না করে তা সরাসরি ঢাকায় জাতীয় যাদুঘরে তা পৌঁছে দেয়ার নির্দেশ দেন।

আলাউদ্দিন আহমেদ/এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।