রাজৈরে অগ্নিকাণ্ডে বৃদ্ধার মৃত্যু


প্রকাশিত: ০১:১৫ পিএম, ১৬ এপ্রিল ২০১৬

মাদারীপুরের রাজৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বৃদ্ধা জয়তুন্নেছার (৮০) মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের নরেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, বিড়ি থেকে আগুনের সূত্রপাত হয়ে তা মুহূর্তের মধ্যে আশপাশের বাড়ি-ঘরে ছড়িয়ে পড়ে। এসময় বিসাই শেখের ঘরটি সম্পূর্ণ ও আরো দুইটি ঘর আংশিক পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের সময় ঘরের মধ্যে থাকা বিসাই শেখের স্ত্রী জয়তুন্নেছা আটকা পড়ে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে  এলাকাবাসী আগুন নিভাতে সক্ষম হয়। এ অগ্নিকাণ্ডে প্রায় লাখ  টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

এ কে এম নাসিরুল হক/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।