মধুখালীতে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ
ফরিদপুরের মধুখালীতে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক কিশোরী (১১) ধর্ষণের শিকার হয়েছে। সোমবার দুপুরে বাড়ির অদূরে পুকুরে গোসল করতে গেলে বখাটে জাহিদ (২৮) তাকে কৌশলে ধর্ষণ করে বলে অভিযোগ মেয়েটির পরিবারের।
মেয়েটির বাবা জানান, চাচাতো বোনের সঙ্গে ওই মেয়ে বাড়ির অদূরে পুকুর গোসল করতে যায়। এসময় পাশের ব্রাহ্মণকান্দা গ্রামের জয়নালের ছেলে জাহিদ তাকে কৌশলে একটি ঘরে আটকে ধর্ষণ করে। এসময় মেয়ের চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে জাহিদ পালিয়ে যায়। সে ময়য় তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্র নেয়া হয়।
এরপর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়। এ ব্যাপারে মধুখালী থানায় লিখিত অভিযোগ দিবেন বলেও জানান তিনি।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মো. আবু ফাত্তাহ জানান, প্রাথমিকভাবে ওই মেয়ের শরীরে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। তবে আমরা রাসায়নিক পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করেছি এবং তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) রাখা হয়েছে।
মধুখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিশ্চিতসহ অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এস.এম. তরুন/এআরএ/পিআর