ভাঙ্গায় ১৪৪ ধারা জারি


প্রকাশিত: ০৯:০৬ এএম, ১৯ এপ্রিল ২০১৬

ফরিদপুরের ভাঙ্গায় ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যা সমর্থিত নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য (স্বতন্ত্র) মজিবুর রহমান চৌধুরী নিক্সন সমর্থিত প্রার্থী একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ঘারুয়া ইউনিয়নের শরীফাবাদ মাঠে মঙ্গলবার বিকেলে সমাবেশ হওয়ার কথা রয়েছে।

এ ব্যাপারে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তোতা জানান, আমাদের সমাবেশ পূর্ব নির্ধারিত। সেখানে স্বতন্ত্র এমপির লোকজন আমাদের সমাবেশ স্থলে সমাবেশ করতে চায়। আমরা বিষয়টি থানা এবং ইউএনও নিকট আবেদন করেছি।

এদিকে এমপি সমর্থিত মো. আল হাবিব জানান, শরীফাবাদ মাঠে আমরা সমাবেশ আগেই ডেকেছি। তবে এমপি মহোদয় আগামীকালের সমাবেশে সকল বাধা উপেক্ষা করে যোগদান করবেই।

ভাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, বিষয়টি নিয়ে আমরা দুই গ্রুপের সঙ্গে কথা বলেছি। কোনো গ্রুপই তাদের অবস্থান থেকে সরে না আসায় সমাবেশ স্থলে বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোন গ্রুপকেই ১৪৪ ধারা জারি করায় সমাবেশ করতে দেয়া হবে না।

এস.এম. তরুন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।