ওমরায় পাঠানোর কথা বলে দুই কোটি টাকা আত্মসাত
ময়মনসিংহের তারাকান্দায়ন সৌদি আরবে ওমরা করতে নিয়ে যাওয়ার কথা বলে প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ মে) বিকালে পুলিশ দুই আসামিকে আদালতে পাঠালে বিচারক আসমা সুলতানা রিমান্ড শুনানির দিন ধার্য করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতাররা হলেন, গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার দক্ষিণ আউচপাড়া মৃত আব্দুল মালেকের ছেলে তানভীর আব্দুল হান্নান (৪২) এবং এলাকায় সুর তরঙ্গ রোডের আবদার হোসেনের ছেলে শরীফ হোসাইন ওরফে মাসুম বিল্লাহ (৪৬)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুই প্রতারক জেলার তারাকান্দা ফুলপুর, সদর, টাঙ্গাইল, শেরপুর, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে শতাধিক লোকের কাছ থেকে প্রায় দুই কোটি টাকা নিয়ে এক বছর ধরে লাপাত্তা হয়ে যায়। ওই বছরই তারা তারাকান্দার কয়েকজনকে ওমরা পালন করিয়ে আনেন। এরপর তারা তারাকান্দা থানার মাঝিয়ালি গ্রামে কয়েকটি পুকুর ভাড়া নিয়ে ফিশারির ব্যবসা শুরু করে। হঠাৎ ৩-৪ দিন আগে আসামিরা ফিশারিতে এসে মাছ বিক্রি শুরু করেন। পরে বিষয়টি প্রতারণার শিকার লোকজন জানতে পেরে পুলিশকে জানায়। খবর পেয়ে তারাকান্দা থানা পুলিশ তাদেরকে আটক করে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াজেদ আলী জাগো নিউজকে বলেন, পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আসামিদের আদালতে পাঠানো হলে বিচারক ৬ মে রিমান্ড শুনানির দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় প্রতারণার শিকার আরিফ হোসেন নামে একজন বাদী হয়ে তারাকান্দা থানায় মামলা করেছেন। মামলার পর রিমান্ড আবেদন করে তাদের আদালতে পাঠানো হয়।
মঞ্জুরুল ইসলাম/এনআইবি/জেআইএম