মাদারীপুরে হোমিও চিকিৎসকের মরদেহ উদ্ধার
মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম পশ্চিমপাড় এলাকায় অপূর্ব কৃত্তনিয়া (২৭) নামে এক হোমিও চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম পশ্চিমপাড় এলাকার নরেন্দ্র কৃত্তনিয়ার ছেলে অপূর্ব কৃত্তনিয়া মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। এর পর রাতে আর বাড়িতে ফেরেননি। বুধবার সকালে বাড়ির অদূরে পরিত্যাক্ত ভিটার একটি ছোট মেহগনি গাছের সঙে তার মরদেহ ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ সকাল ১০টার দিকে অপূর্বর মরদেহ উদ্ধার করে। অপূর্ব ইশিবপুর বাজারে হোমিও ফার্মেসিতে চিকিৎসক হিসেবে সেবা দিতেন।
অপূর্বর বাবা নরেন্দ্র কৃত্তনিয়া বলেন, যে গাছের সঙ্গে তার মরদেহ পাওয়া গেছে সেই গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা সম্ভব নয়। কেউ আমার ছেলেকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে।
তিনি আরো বলেন, পাওনা টাকা চাইতে গেলে কয়েক দিন আগে বিষ্ণ আমার ছেলেকে মারধর করেছিল। এঘটনায় স্থানীয় শালিস মিমাংসায় তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু জরিমানার টাকা ও পাওনা টাকা এখনও দেয়নি।
রাজৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি তদন্তের পরে জানা যাবে। এখনো মামলা হয়নি।’
নাসিরুল হক/এফএ/এমএস