মাদারীপুরে অস্ত্রসহ সর্বহারা দলের নেতা গ্রেফতার


প্রকাশিত: ০৬:১৯ এএম, ২৪ এপ্রিল ২০১৬

একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ কথিত সর্বহারা দলের নেতা আসলাম বেপারীকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ। শনিবার রাতে মাদারীপুরের শিবচর থেকে তাকে গ্রেফতার করা হয়।

আসলাম বেপারী মাদারীপুর সদর উপজেলার ধুরাইল খালাসি কান্দি গ্রামের আবদুল আলীম পোরীর ছেলে।

শিবচর থানা পুলিশ জানায়, শনিবার রাতে শিবচর উপজেলার বহেরাতলা (দক্ষিণ) ইউনিয়নের বহেরাতলা তাহের ফকিরকান্দি থেকে শিবচর থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম পাটোয়ারি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সর্বহারা দলের নেতা আসলাম বেপারীকে (৪০) গ্রেফতার করে। আটককালে তার কাছ ৫০পিস ইয়াবা পাওয়া যায়।

পরে তার স্বীকারোক্তি মতে রোবাবর সকালে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্লা জানান, গ্রেফতার হওয়া আসলাম বেপারী একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। তিনি কথিত সর্বহারা দলের আঞ্চলিক নেতা। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শিবচর উপজেলার বহেরাতলা দক্ষিণ, বহেরাতলা উত্তর এবং নিলখি ইউনিয়ন তার বিচরণ ক্ষেত্র। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।     

নাসিরুল হক/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।