মাদারীপুরে জুয়া ও হাউজি বন্ধের দাবি
মাদারীপুরে মেলার নামে জুয়া ও হাউজি বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের সমস্ত দোকানপাট বন্ধ করে তারা এ কর্মসূচি পালন করেন।
জানা যায়, মাদারীপুর আচতম আলি খান স্টেডিয়ামে অনুষ্ঠিত মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলায় র্যাফেল ড্র’র নামে জুয়া বন্ধের দাবিতে ফুঁসে উঠছে শহরবাসী। এটি বন্ধের দাবিতে সোমবার রাতে শহরের বণিক সমিতির ব্যানারে বিক্ষোভ মিছিল করে ব্যবসায়ী ও সাধারণ মানুষ। মঙ্গলবার র্যাফেল ড্র’র টিকিট বিক্রির সময় একাধিক ব্যক্তিকে বাধাও দেয়া হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, বাণিজ্য মেলায় স্বপ্নতরী র্যাফেল ড্রর নামে অবৈধভাবে ২০ টাকার টিকিটে মটরসাইকেল, ফ্রিজ, মোবাইলসহ বিভিন্ন সামগ্রী পুরস্কারের লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। প্রতিদিন ভোর থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত শহর ও শহরতলীর আনাচে কানাচে মাইকে প্রচার করে টিকিট বিক্রি করা হচ্ছে। আর রাতে মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত লটারি ড্র স্থানীয় কেবলস লাইনের মাধ্যমে তা টিভিতে সরাসরি প্রচার করা হচ্ছে। এতে সাধারণ মানুষ লোভে পড়ে যেমন ক্ষতিগ্রস্থ হচ্ছে, তেমনি এইচএসসি পরীক্ষা চলাকালে ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলা শব্দ দূষণের কারণে তাদের লেখাপড়াও ক্ষতিগ্রস্থ হচ্ছে। এতে ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শহরের বেড়েছে চুরি ও ছিনতাই।
এসময় বক্তরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ র্যাফেল ড্র নামে প্রকাশ্য জুয়া বন্ধের দাবি জানান।
মানববন্ধনে মাদারীপুর বণিক সমিতির সহ-সভাপতি ফরিদুল ইসলাম শাহিন খান, সিরাজ বেপারী, সাধারণ সম্পাদক মিলন ভুইয়া ও বণিক সমিতির সাবেক সহ-সভাপতি সোহরাব হোসেন হাওলাদারসহ অনেকেই বক্তব্য রাখেন।
নাসিরুল হক/এফএ/এবিএস