রাজাকারের নামে সড়কের নামফলক ভেঙে দিল বিক্ষোভকারীরা


প্রকাশিত: ০৪:০৬ পিএম, ২৮ এপ্রিল ২০১৬

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন তালমার মোড় এলাকায় রাজাকারের নামে স্থাপিত নামফলকটি ভেঙে ফেলে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুরে তালমা মোড়ে জনসভা শেষে আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাজাকার আঃ ওয়াহেদ সরদারের নামে স্থাপিত সড়কের নামফলক ভেঙে ফেলে। পরে মহাসড়ক সংলগ্ন তালমা-কৃষ্ণপুর-সদরপুর সড়কটিতে বিশ্ব জাকের মঞ্জিল সড়ক নামে নতুন নামফলক বসানো হয়।

এতে নেতৃত্ব দেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে আয়মন আকবর চৌধুরী বাবলু।

Faridpur

মুক্তিযুদ্ধের সময় সরাসরি বিরোধীতাকারী একাত্তরের পাকহানাদার বাহিনীর দোসর রাজাকার আঃ ওহাদে সরদারের নামে সড়কের নাম করার প্রতিবাদে তালমার মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নগরকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৈয়বুর রহমান।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ফজলুল হক মিয়া, নগরকান্দা পৌরসভার মেয়র রায়হান উদ্দিন মিয়া, সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

তরুন/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।