গাইবান্ধায় পুলিশ-শিক্ষার্থী দফায় দফায় সংঘর্ষ
গাইবান্ধায় অসহযোগ আন্দোলনের সমর্থনে রাস্তায় নামা ছাত্রজনতার সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে তিন সাংবাদিকসহ অন্তত দুই শতাধিক লোক আহত হয়েছেন।
রোববার (৪ আগস্ট) দুপুর আড়াইটা দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ তিন সাংবাদিক হলেন, দৈনিক ঢাকা টাইমসের গাইবান্ধা প্রতিনিধি জাবেদ হোসেন, ঢাকা পোস্টের রিপন আকন্দ ও বার্তা বাজারের সুমন মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, অসহযোগ আন্দোলনের সমর্থনে রাস্তায় নেমে আসে হাজার হাজার ছাত্রজনতা। তারা মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও শর্টগানের গুলি ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় তিন সাংবাদিকসহ অন্তত দুই শতাধিক আহত হন। পরে আহতদের গাইবান্ধা সদর হাসপাতাল ভর্তিসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা করা হয়।
এর আগে সকাল সাড়ে ১০ থেকে খন্ড খন্ড মিছিল গাইবান্ধার ডিসি অফিস এলাকায় একত্রিত হয়। পরে তা জনসমুদ্রে রূপ নেয়। পরে এক কিলোমিটার এলাকাজুড়ে একটি বিশাল মিছিল শহরের প্রধান প্রধান শহরগুলো প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভ মিছিলটি ডিসি অফিসের সামনে গেলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফায় সংঘর্ষ হয়। অন্যদিকে জেলার পলাশবাড়ী থানায় আন্দোলনকারীরা থানায় হামলা চালায়।
এ বিষয়ে গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জাগো নিউজকে বলেন, শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করে। নিজেদের রক্ষার জন্য আন্দোলনকারীদের উপর আমরা টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করি।
এ এইচ শামীম/এএইচ/এমএস