লক্ষ্মীপুর পৌর নির্বাচন : আ.লীগ-বিএনপির মনোনয়ন জমা


প্রকাশিত: ০৪:২৭ এএম, ২৯ এপ্রিল ২০১৬

লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির ২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার জেলা রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাজ্জাদুল হাসানের কাছে আ.লীগ প্রার্থী ও লক্ষ্মীপুর পৌরসভার বর্তমান মেয়র  আবু তাহের ও বিএনপির প্রার্থী জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে জেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা জাতীয় পার্টির সাধারণ সস্পাদক এম আর মাসুদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন টিপু, পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।

বিএনপির প্রার্থী রেজাউল করিম লিটন মনোয়পত্র জমাদানকালে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ ব্যাপারী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বিএনপি নেতা আহমদ ফেরদৌস মানিক, সদর উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম মামুন ।

জেলা রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাজ্জাদুল হাসান জানান, মনোয়নপত্র জমা দেয়ার শেষ দিনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির ২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্রসঙ্গত, আগামী ২৫ মে লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে।

কাজল কায়েস/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।