পটুয়াখালীতে ১১ চেয়ারম্যানের শপথ গ্রহণ


প্রকাশিত: ১১:৩০ এএম, ০৪ মে ২০১৬

প্রথম ধাপে পটুয়াখালীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী ১১ চেয়ারম্যান প্রার্থীকে শপথ বাক্য পড়ানো হয়েছে। বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ শপথ বাক্য পাঠ করানো হয়।

পটুয়াখালীর জেলা প্রশাসক এ.কে.এম শামিমুল হক সিদ্দিকী তাদের এ শপথ বাক্য পাঠ করান।

সূত্র জানান, জেলার ৫৪টি ইউনিয়নে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে পটুয়াখালী সদরের ৬ জন ও মির্জাগঞ্জ উপজেলার পাঁচ জন চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। নির্বাচিতরা সকলেই আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশারফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজি আলমগীর হোসেন, উপজেলা চেয়ারম্যান অ্যাড. তারিকুজ্জামান মনি প্রমুখ।

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।