সাতক্ষীরায় নাশকতার মামলায় ইমাম আটক
নাশকতা মামলায় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী জোড়দিয়া শেখপাড়া বাইতুল নূর জামে মসজিদের ইমাম আজমীরকে আটক করেছে পুলিশ। শুক্রবার জুমার নামাজের পর মসজিদ থেকে বের হলে তাকে আটক করা হয়। তিনি দক্ষিণ ফিংড়ী গ্রামের লুৎফর রহমান লুতুর ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জাগো নিউজকে জানান, আজমীর দীর্ঘদিন পলাতক ছিল। তার বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে তাকে আটক করা হয়েছে।
আকরামুল ইসলাম/এআরএ/এমএস