লক্ষ্মীপুরে শিশু শ্রমিককে হত্যা : আটক ২
লক্ষ্মীপুরে আলাউদ্দিন (১৪) নামে এক শিশু শ্রমিককে হত্যার অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার ভোর রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জর ইউনিয়নের বিসমিল্লাহ রোডের আল-আমিন বেকারি থেকে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আলাউদ্দিন দত্তপাড়ার উত্তর মাগুরী গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। সে বিসমিল্লাহ বেকারিতে ৭-৮ মাস যাবৎ শ্রমিক হিসেবে কর্মরত ছিল।
এ ঘটনায় বেকারি মালিক নাছির উদ্দিন রনি ও মোহাম্মদ আল-আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
লক্ষ্মীপুর জেলা সহকারী পুলিশ সুপার (সার্কেল) নাসিম মিয়া জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কাজল কায়েস/এফএ/এমএস