বগুড়ায় বিশেষ অভিযানে আটক ৮০


প্রকাশিত: ০৭:১০ এএম, ২৫ ডিসেম্বর ২০১৪

বগুড়ায় বিশেষ অভিযানে ৮০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সাকাল ৮টা পর্যন্ত পুলিশের এই অভিযান চলে।

অভিযানে সদর থানায় ২৭, শিবগঞ্জ সাত, সোনাতলা থেকে ছয়, গাবতলীতে নয়, সারিয়াকান্দিতে তিন, ধুনটে চার, শেরপুরে পাঁচ, নন্দীগ্রাম থেকে দুই, আদমদীঘি থেকে পাঁচ, দুপচাঁচিয়া থেকে তিন, কাহালু থেকে এক, শাজাহানপুর থেকে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। এ ছাড়া গোয়েন্দা পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।

এ সময় ৩৪ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল, ৫৫ পিস ইয়াবা, ৫ কেজি ৬০০ গ্রাম গাঁজা ও ৯ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ।

বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজীউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।