পটুয়াখালীতে ১৫ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা


প্রকাশিত: ০১:৫২ পিএম, ১২ মে ২০১৬

পটুয়াখালীতে বিষ দিয়ে ১৫ লাখ টাকার পোনা মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। সদর উপজেলার পটুয়াখালী ব্রিজ সংলগ্ন জুটমিল এলাকার একটি খাদে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় তিনজনকে চিহ্নিত করে অজ্ঞাত আরও ৭/৮ জনকে উল্লেখ করে মামলা হয়েছে।

জানা গেছে, খলিসাখালী গ্রামের বাসিন্দা বদরপুর ইউনিয়নের সাবেক মেম্বর শাহ আলম এর ছেলে কলেজ পড়ুয়া হাসান যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে জুটমিলের খাদে মাছ চাষের জন্য ৫ লাখ পাংগাস, ব্রিগেড, গ্রাসকার্পসহ বিভিন্ন জাতের মাছের রেনু পোনা ছাড়ে এবং পরিচর্যা করে। বুধবার দিবাগত রাতে দুর্বৃত্তরা ওই খাদে বিষ প্রয়োগ করে। বৃহস্পতিবার সকালে হাসান খাদে গিয়ে সব পোনা মাছে মরে ভেসে উঠেছে দেখতে পায়।

বদরপুর ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান মানিক মিয়া জানান, মানুষের সঙ্গে শত্রুতা থাকতে পারে কিন্তু বিষ দিয়ে মাছ মারা অমানবিক কাজ। এদের কঠিন বিচার হওয়া উচিৎ।

এ ঘটনায় হাসানের বাবা সাবেক ইউপি সদস্য শাহ আলম বৃহস্পতিবার সদর থানায় আবুল খা, আলমগীর ও আমির হোসেনসহ অজ্ঞাত আরও ৭/৮ জনের নামে মামলা দায়ের করেন। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এআরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।