নৌকাডুবিতে একই পরিবারের তিনজন নিখোঁজ


প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ১৩ মে ২০১৬

কিশোরগঞ্জের ইটনায় হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে একই পরিবারের তিনজন নিখোঁজ হয়েছে। শুক্রবার বিকেলে ইটনা উপজেলার ওয়ারা হাওরে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

নিখোঁজ যাত্রীরা হচ্ছে, মৃগা ইউনিয়নের প্রজারকান্দা গ্রামের আব্দুর রহিমের ছেলে হযরত আলী, তার শিশুপুত্র ওয়াসেদ ও শাশুড়ি হজেরা খাতুন।

এলাকাবাসী জানায়, জয়সিদ্ধি ইউনিয়নের ভূইয়ারপাড়ে পীরের বাড়িতে চিকিৎসা নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকায় করে আটজন যাত্রী মৃগার প্রজারকান্দা ফিরছিল। পধিমধ্যে কাতিয়ারকান্দা ও ওয়ারা হাওরের মাঝখানে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এসময় অন্য যাত্রীরা সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও পানিতে ডুবে নিখোঁজ হয় তিন যাত্রী। এলাকাবাসী সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়েও তাদের উদ্ধার করতে পারেনি।

ইটনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নূর মোহাম্মদ/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।