সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু : ট্রাকে আগুন
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রাকচাপায় মেরি বেগম (২৪) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে। শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মেরি বেগম মাগুরার শ্রীপুর থানার নাকাল এলাকার রিয়াজুল ইসলামের স্ত্রী।
বালিয়াকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম পিপিএম জাগো নিউজকে বলেন, শনিবার সকালে মেরি বেগম মাগুরা থেকে বালিয়াকান্দি বাবার বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
এদিকে, রাজবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গেলে বিক্ষুব্ধ জনতা তাদের ওপর হামলা করে এবং গাড়ির কাঁচ ভাঙচুর করে। এ সময় ফায়ার সার্ভিসের দুই কর্মী আহত হন। তারা বর্তমানে বালিয়াকান্দি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
রুবেলুর রহমান/এসএস/এমএস