বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা সংস্কার কমিশন গঠন করবে: প্রিন্স

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৬:০৯ এএম, ২৮ জানুয়ারি ২০২৫
হালুয়াঘাটে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স

জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে শিক্ষা সংস্কার কমিশন গঠন করবে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, এই কমিশনের মাধ্যমে নৈতিকতা, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের আলোকে জীবননির্ভর ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবে।

সোমবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী লীগ দলীয়করণ ও রাজনীতিকরণের মাধ্যমে শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। শিক্ষাব্যবস্থা থেকে নীতি নৈতিকতা, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ তুলে দেওয়া হয়েছিল। শিক্ষা কারিকুলামে জীবননির্ভর ও কর্মমুখী কোনো বিষয় অন্তর্ভুক্ত করা হয়নি। যে কারণে বাস্তবমুখী শিক্ষা ছিল অনুপস্থিত।

তিনি বলেন, ফ্যাসিবাদের অবসানের পর পরিবর্তিত পরিস্থিতিতে নতুন করে দেশ গঠনে আমাদের সবাইকে উদ্যোগী হতে হবে। সবার মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে।

এসময় সবাইকে মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই আগস্টে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আরফান আলী, বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, ধারা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মির্জা এনামুল হক, ধারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ তৌফিকুর রহমান, হালুয়াঘাট উপজেলা কৃষকদলের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর আরেফিন পাপন প্রমুখ।

কামরুজ্জামান মিন্টু/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।