রামগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
প্রতারণা মামলায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেলোয়ার হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তাকে আদালতে পাঠানো হয়।
তিনি দেলোয়ার উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত আবদুল মতিনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে নোয়াগাঁও গ্রামে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহসিন চৌধুরী অভিযান চালায়।এসময় আসামি দেলোয়ারকে গ্রেফতার করা হয়। ২০০৬ সালে একটি প্রতারণা মামলায় আদালত তাকে চার বছরের সাজা দেয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
কাজল কায়েস/এআরএ/এবিএস