রামগঞ্জ ছাত্রলীগের সভাপতি ফয়সাল সম্পাদক শুভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৬ পিএম, ১৯ মে ২০১৬

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির আংশিক ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে কামরুল হাছান ফয়সাল মাল ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভকে মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস এ কমিটির অনুমোদন দেন।

কমিটিতে মেহেদী হাছান মঞ্জুকে সহ-সভাপতি, সোহেল মাহমুদকে যুগ্ম-সাধারণ সম্পাদক, মহিউদ্দিন সুজন ও শাকিল হোসেন সবুজকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বলেন, সংগঠনকে গতিশীল করতে এক বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়েছে।

কাজল কায়েস/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।