মেঘনা ব্যাংকে ফাউন্ডেশন ট্রেনিংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৫ এএম, ০৫ মে ২০২৫

মেঘনা ব্যাংক পিএলসির নতুন নিয়োগপ্রাপ্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) ফাউন্ডেশন ট্রেনিং এর উদ্বোধনী অনুষ্ঠান ব্যাংকের প্রশিক্ষণ কেন্দ্র সেন্টার ফর এক্সেলেন্স-এ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ মে) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আহ্‌সান খলিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, চলমান ব্যাংকিং ব্যবেস্থায় পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পেশাগত উৎকর্ষতা অর্জনে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তিনি নতুন এমটিওদের ব্যাংকের মূল্যবোধ ও সেবার মান বজায় রেখে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানবসম্পদ বিভাগের প্রধান রাশেদুল আলম এবং প্রতিষ্ঠানের প্রিন্সিপাল এ কে মজিবুর রহমান। এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে নতুন কর্মকর্তারা ব্যাংকিং খাতের মৌলিক জ্ঞান, দক্ষতা ও মেঘনা ব্যাংকের কর্পোরেট সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করবেন।

ইএআর/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।