এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের উপ-পরিচালক বরখাস্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৪ এএম, ১৭ জুলাই ২০২৫
ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা পৃথক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

বরখাস্ত মধ্যে মো. জিল্লুর রহমান কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) উপ-পরিচালক (উপকর কমিশনার)। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আন্দোলন চলাকালে বদলি আদেশ ছিঁড়ে ফেলার অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত চলমান সময়ে তিনি খোরপোষ ভাতা পাবেন।

এর আগে, বুধবার শৃঙ্খলা পরিপন্থি আচরণের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব (উপ-কমিশনার) মুকিতুল হাসানকে সাময়িক বরখাস্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

এনবিআর চেয়ারম্যান অপসারণ ও রাজস্ব বোর্ডের যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলন কর্মসূচিতে অংশ নেওয়ায় এর আগে এনবিআরের ২১ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করে সরকার।

এসএম/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।