মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ারে লোকসান
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ২১ পয়সা। গত ৩১ ডিসেম্বর সমাপ্ত কোম্পানিটি অর্ধবার্ষিকী (জুলাই-ডিসেম্বর ’১৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচিত সময়ে কোম্পানির কর পরবর্তী লোকসান হয়েছে ৩ কোটি ৫৩ লাখ ৩০ হাজার টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটির লোকসান হয়েছিল ৩ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা। আর শেয়ার প্রতি আয় করেছিল ২ টাকা ২৯ পয়সা।
উল্লেখ্য, গত তিন মাসে (অক্টোবর, ১৪-ডিসেম্বর,১৪) এই কোম্পানির কর পরবর্তী লোকসান হয়েছে ১ কোটি ৮১ লাখ ২০ হাজার টাকা। আর শেয়ার প্রতি লোকসান করেছিল ১ টাকা ১৩ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটি লোকসান করেছিল ১ কোটি ৮২ লাখ ৯০ হাজার টাকা। আর শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ১৪ পয়সা।
আলোচ্য বছরে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১০৭ কোটি ১৯ লাখ টাকা। আর শেয়ার হোল্ডারদের লোকসান হয়েছে ৪৪ কোটি ৩১ লাখ টাকা।
এসআই/আরএস