করোনাভাইরাস মোকাবিলায় ২ কোটি ৫৫ লাখ টাকা ঋণ দিল এডিবি
করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে জরুরিভিত্তিতে দুই কোটি ৫৫ লাখ (৩ লাখ মার্কিন ডলার) ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। শুক্রবার (২৮ মার্চ) এ অনুমোদন দেয়া হয় বলে আজ শনিবার জানিয়েছে এডিবির ঢাকা অফিস।
এডিবি বলছে, এই অর্থ দিয়ে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ পার্সোনাল প্রটেক্টিভ গিয়ার্স, মাস্ক, সেফটি গগলস, অ্যাপ্রোন, থার্মোমিটার, বায়োহাজার্ড ব্যাগ কেনা হবে। এগুলো দেশব্যাপী করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে আরও সহযোগিতা করবে।
এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, ‘করোনা মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এডিবি। সরকার যেন এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে পারে, সেজন্য প্রথম ধাপে এই অর্থ বরাদ্দ দেয়া হলো। এর ফলে করোনা প্রতিরোধ, করোনা থেকে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা, রোগীদের পরীক্ষা, অনেক রোগীকে সেবা দেয়া, গণহারে ছড়িয়ে পড়া প্রতিরোধে সরকারের শক্তি বাড়বে।’
পরবর্তীতে স্বাস্থ্য ও আর্থিক খাতে সহযোগিতার জন্য তারা পরিশ্রম করে যাচ্ছেন বলে জানান কান্ট্রি ডিরেক্টর।
এডিবির তথ্যমতে, বিশ্বের উন্নয়নশীল দেশগুলোকে করোনা মোকাবিলা করার জন্য গত ১৮ মার্চ ৬ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের প্রাথমিক প্যাকেজ ঘোষণা করে তারা। তারই অংশ হিসেবে প্রথম ধাপে বাংলাদেশকে তিন লাখ মার্কিন ডলারের এ ঋণ দিল এডিবি।
পিডি/এসআর/এমএস