ইন্টারনেট ব্যাংকিং চালু করল পদ্মা ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৬ পিএম, ০৪ ডিসেম্বর ২০২০

আনুষ্ঠানিকভাবে ইন্টারনেট ব্যাংকিং ‘পদ্মা ব্যাংক আই ব্যাংকিং’- এর উদ্বোধন করল পদ্মা ব্যাংক লিমিটেড। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পদ্মা ব্যাংকের গুলশান হেড অফিসে আনুষ্ঠানিকভাবে ‘পদ্মা ব্যাংক আই ব্যাংকিং’- এর উদ্বোধন করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু।

এসময় জানানো হয়, ইন্টারনেট ব্যাংকিং এর এই সুবিধা কাজে লাগিয়ে যেকোনো সময় গ্রাহক এক ক্লিকেই টাকা উত্তোলন, ট্রান্সফার কিংবা জমা দিতে পারবেন। মোবাইল রিচার্জ এমনকি বিকাশেও টাকা ট্রান্সফার করতে পারবেন। পদ্মা ব্যাংক আই ব্যাংকিং এর বিশেষ সুবিধা হলো ‘পে ডে স্যালারি ক্লিক’। এর মাধ্যমে পদ্মা ব্যাংকের কর্মীরা বিশেষ শর্তে মাসের যেকোনো দিন বেতন উত্তোলন করতে পারবেন।

ইতোমধ্যে পদ্মা ব্যাংক অন্যান্য ডিজিটাল সল্যুশনস- পদ্মা ওয়ালেট, পদ্মা ইন্সট্যান্ট, পদ্মা ডিজি-র মতো অত্যাধুনিক সব ইন্টারনেট সেবা চালু করেছে। ২০২১ সালে বাংলা কিউআর কোড, ডিজিটাল সল্যুশনসসহ গ্রাহকদের জন্য আরেও অনেক আধুনিক ও আকর্ষণীয় সেবা নিয়ে আসবে পদ্মা ব্যাংক লিমিটেড।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী, বিজনেস হেড জাবেদ আমিন, মানব সম্পদ বিভাগের প্রধান এসইভিপি মো. আহসান উল্লাহ খান, চিফ ফিনান্সিয়াল অফিসার মো. শরিফুল ইসলামসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইএআর/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।