মিয়ানমার সফর
নারী ফুটবল দলের জন্য ৯৩ লাখ টাকা চায় ক্রীড়া মন্ত্রণালয়
২০২৪ সালে প্যারিস অলিম্পিক গেমসে নারী ফুটবল দলের অংশগ্রহণ নিশ্চিত করতে অর্থ মন্ত্রণালয়ের কাছে ৯২ লাখ টাকা চেয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গত ৩০ মার্চ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রুবায়েত খানের সই করা এক চিঠিতে এ অর্থ বরাদ্দা চাওয়া হয়।
টাকা চেয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের লেখা চিঠিতে বলা হয়েছে, আগামী ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত ‘উইমেন্স অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট, প্যারিস ২০২৪, এশিয়ান কোয়ালিফায়ার্স, গ্রুপ-বি, রাউন্ড-১’-এর খেলা মিয়ানমারে অনুষ্ঠিত হবে। ওই খেলায় বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দলের অংশগ্রহণ উপলক্ষে খরচ বাবদ ৯২ লাখ টাকা বরাদ্দের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন অনুরোধ জানিয়েছে।
এ অর্থ চলতি ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটে ‘আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ’-এর অনুকূলে অতিরিক্ত বরাদ্দ দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়েছে। তবে অর্থ মন্ত্রণালয় ৩০ মার্চ চিঠি পাওয়ার পর এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।
২০২৪ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হবে অলিম্পিক গেমস। আসরে নারী ফুটবল ইভেন্টে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের। এজন্য লাল-সবুজের প্রতিনিধিদের বাছাই পর্বের বাধা পেরোতে হবে। তবে সাফজয়ী সাবিনা খাতুনদের অলিম্পিকে খেলার স্বপ্নের সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থাভাব।
এর আগে ২৯ মার্চ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ এক ভিডিওবার্তায় বলেন, ‘আগামী ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল মিয়ানমারে অনুষ্ঠিত হবে নারী অলিম্পিকের বাছাইপর্ব। সেখানে বাংলাদেশ নারী ফুটবল দলের অংশগ্রহণ করার কথা ছিল। তবে অর্থিক সংকটের কারণে আমরা সেখানে যেতে পারছি না।’
তিনি আরও বলেন, ‘আসরটি প্রাথমিকভাবে আমরা হোস্ট (আয়োজক) করতে চেয়েছিলাম। এজন্য আমরা এশিয়ান ফুটবল ফেডারেশনের কাছে হোস্টিংয়ের আবেদন করি। কিন্তু এ আসরের হোস্টিং মিয়ানমারকে দেওয়া হয়। আসরটিতে অংশগ্রহণ করতে হলে প্রত্যেক দলকে নিজ নিজ দায়িত্বে যাতায়াত, থাকা-খাওয়া থেকে শুরু করে অনুশীলন, অভ্যন্তরীণ খরচ বহন করতে হবে। সেই পয়েন্ট অব ভিউ থেকে ওখানে অংশগ্রহণ করতে প্রয়োজনীয় যে অর্থ লাগে, সেটি বাফুফের নেই। তাই সেখানে আমরা অংশগ্রহণ করতে পারছি না। প্রয়োজনীয় অর্থের জন্য কয়েক জায়গায় আবেদন করেছিল বাফুফে। সেখান থেকে আশানুরূপ ফলাফল আসেনি।
নাঈম বলেন, ‘আমরা গত সপ্তাহে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে এ প্রতিযোগিতার জন্য বরাদ্দ চেয়েছিলাম। কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে আলাপ-আলোচনা করে কোনো আশানুরূপ ফল না আসায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী- আমরা অলিম্পিক বাছাইয়ে অংশগ্রহণ করতে পারছি না।’
প্যারিস অলিম্পিকের বাছাইপর্বে বাংলাদেশের গ্রুপের খেলা আগামী ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। যেখানে বাছাই পর্বে বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক মিয়ানমার, ইরান ও মালদ্বীপ।
এদিকে, বাফুফে মিয়ানমার সফরের জন্য অর্থ সাহায্য চেয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আবেদন করেছিল। কিন্তু ক্রীড়া মন্ত্রণালয়ের উদাসীনতা-অনাগ্রাহের কারণে মিয়ানমার সফর বাতিল করতে হয়েছে তাদের।
তবে বাফুফের এ সিদ্ধান্তে ফুটবলপ্রেমীরা নাখোশ। এ নিয়ে অনেক সমালোচনা করছেন তারা। এসবের জবাব দিতে সোমবার বাফুফে ভবনে গণমাধ্যমকে ডেকে ব্যাখ্যা দেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন। তিনি বলেন, ‘নারী ফুটবল দলকে মিয়ানমারে পাঠাতে পারিনি অর্থ সমস্যার কারণে। এটাই চরম সত্য ও বাস্তব।’
এমএএস/এএএইচ/জিকেএস