মঙ্গলবার ডিএসইতে লেনদেন বেড়েছে


প্রকাশিত: ১১:২৩ এএম, ০৯ ডিসেম্বর ২০১৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে-ডিএসইতে মঙ্গলবার লেনদেন কিছুটা বেড়েছে। ডিএসই’তে এদিন মোট লেনদেনের পরিমাণ ৪৩৩ কোটি ৮৬ লক্ষ ৫৬ হাজার ৫৬৩  টাকা। যা আগের দিনের চেয়ে ৭ কোটি ৩৮ লাখ টাকা বেশি।  

ডিএসই সূত্রে জানা গেছে, মোট ৩০৪টি কোম্পানির ১১ কোটি ৬৭ লক্ষ ৬৪ হাজার ১৮৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেনকৃত ৩০৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬২টির। কমেছে ১১১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারের।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো, গ্রামীণ ফোন, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, কাশেম ড্রাইসেল, হামিদ ফেব্রিক্স, সামিট এলায়েন্স পোটর্, বিডি থাই, ইউনাইটেড লিজিং, লার্ফাজ সুরমা সিমেন্ট ও বেক্সিমকো লিঃ।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, রূপালী ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং, লেগাছি ফুট, হাক্কানী পাম্প, দেশবন্ধু পলিমার, সিনোবাংলা ইন্ড্রা. ইউনাইটেড লিজিং, মিরাক্যাল ইন্ডাঃ, এআইবিএল ১ম ইসলামি মি. ফা., ও বিডি থাই ।
 
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, সোনালী আঁশ, খান ব্রাদার্স, কে এন্ড কিউ, হামিদ ফেব্রিক্স, আরএন স্পিনিং, বিডি ওয়েল্ডিং, প্রিমিয়ার লিজিং, মেঘনা পিট, মাইডাস ফিন্যান্স ও  বিলায়েন্স  ইন্সুঃ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।