তেল কম দেওয়ায় খিলগাঁওয়ে পেট্রোল পাম্পকে দুই লাখ টাকা জরিমানা
তেল কম দেওয়ার অপরাধে রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত কিকো ফিলিং স্টেশনকে দুই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
সোমবার ওই পেট্রোল পাম্পকে জরিমানা করা হয়। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: তেল কম দিয়ে জরিমানা গুনলো পেট্রল পাম্প
এতে বলা হয়, জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অপরাধে খিলগাঁও এলাকায় মেসার্স কিকো ফিলিং স্টেশনকে দুটি মামলায়, প্রতিটিতে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে এই জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এবং কানিজ ফাতেমা লিজা।
অভিযানে সহায়তা করেন ডিএমপি এবং এপিবিএন-১১ এর পুলিশ সদস্যরা।
এনএইচ/জেডএইচ/এমএস