১৩-১৪ সেপ্টেম্বর ঢাকায় কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম
কমনওয়েলথ সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বিকাশে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম (সিটি-আইএফ)। আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এই ফোরামের আয়োজক কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল। সহযোগিতায় রয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জেডআই ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিডা কনফারেন্স হলে এই তথ্য জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
তিনি বলেন, আগামী ১৩ সেপ্টেম্বর ফোরামের উদ্বোধনী অনুষ্ঠান হবে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোরাম উদ্বোধনে সম্মতি দিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে ‘কমনওয়েলথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রিন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’ দেবেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: ব্যাংক আমানতের সুদহার আরও বাড়বে: সালমান এফ রহমান
ফোরামে মোট ১২টি সেশনে বাংলাদেশ ও কমনওয়েলথের বিভিন্ন সদস্য দেশ হতে আগত সরকারি ও বেসরকারি খাতের শীর্ষ প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। প্রায় ৩০০ জন বিদেশি অংশগ্রহণকারী, ১৩ জন বিদেশি মন্ত্রী ও সংসদ সদস্য এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। কমনওয়েলথ সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করবেন তারা। আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত সেশনগুলোতে এ বিষয়ে আলোচনা হবে।
অনুষ্ঠানে জানান হয়, কমনওয়েলথের আওতায় ৫৬টি দেশে ২ দশমিক ৫ বিলিয়ন মানুষ বসবাস করে, যা বিশ্বের মোট জনসংখ্যার এক- তৃতীয়াংশ। কমনওয়েলথ দেশসগুলোর সম্মিলিত জিডিপি ১৩ ট্রিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। যা ২০২৭ সালের মধ্যে ১৯ দশমিক ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে। কমনওয়েলথের নেটওয়ার্ক ব্যবহার করে বাংলাদেশি রপ্তানি পণ্যের নতুন বাজার তৈরি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
এসএম/কেএসআর/জিকেএস