ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল অনার্স পরীক্ষা শুরু ২৫ মে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ১৫ এপ্রিল ২০২৫

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা দেশের মাদরাসায় ফাজিল অনার্স প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থবর্ষ পরীক্ষা আগামী ২৫ মে থেকে শুরু হবে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী—আগামী ২৫ মে থেকে পরীক্ষা শুরু হয়ে ২৩ জুন পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

পরীক্ষার কেন্দ্র ও সময়সূচিসহ এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এএএইচ/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।