এইচএসসিতে ক্যালকুলেটর ব্যবহারে নতুন নির্দেশনা, বাড়লো আরও ২ মডেল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ১৮ জুন ২০২৫

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারের নির্দেশনায় পরিবর্তন এনেছে শিক্ষা বোর্ডগুলো। এ বছর পরীক্ষার হলে ৬টি মডেলের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছিল। একদিন পরই তাতে পরিবর্তন এনে আরও দুটি মডেল যুক্ত করা হয়েছে।

বুধবার (১৮ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা সংশোধিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞাপন

নির্দেশনায় বলা হয়, এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রে নন-প্রোগ্রামেবল আটটি মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।

সেগুলো হলো— এফএক্স-১০০ এমএস, এফএক্স-৯৯১ ইএস, এফএক্স-৫৭০ এমএস, এফএক্স-৮২ এমএস, এফএক্স-৯৯১ ইএক্স ও এফএক্স-৯৯১ এমএস।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নতুন করে যুক্ত হওয়া দুটি ক্যালকুলেটরের মডেল হলো- এফএক্স-৯৯১এমএস প্লাস ও এফএক্স-৯৯১ সিডব্লিউ। এছাড়া শিক্ষার্থীরা চাইলে সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করতে পারবেন।

নির্দেশনায় আরও বলা হয়, পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ক্যালকুলেটরের মডেল যাচাই করে নিতে পারবেন। পরীক্ষার সুষ্ঠুতা বজায় রাখতে কেবল অনুমোদিত মডেল ব্যবহারের বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ১১টি শিক্ষা বোর্ডের অধীন ফরম পূরণ করেছেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী। এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ও ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এএএইচ/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।