মনিপুর স্কুলের নতুন প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৩ পিএম, ২৩ জুন ২০২৫

রাজধানীর মনিপুর স্কুলের নতুন প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন সিরাজুল ইসলাম। তিনি স্কুলের এমপিওভুক্ত ও সবচেয়ে সিনিয়র শিক্ষক। বর্তমান অ্যাডহক কমিটি রোববার (২২ জুন) তাকে এ পদে দায়িত্ব দেন।

দায়িত্ব পাওয়ার পর তিনি সোমবার (২৩ জুন) যোগদান করেছেন। এ সময় স্কুলের শিক্ষক ও কর্মচারীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

বিজ্ঞাপন

এক প্রতিক্রিয়ায় সিরাজুল ইসলাম বলেন, মনিপুর স্কুল একসময় দেশসেরা ছিল। কিন্তু ধীরে ধীরে আমরা সেই ঐতিহ্য হারাতে বসেছি। আমি স্কুলটির হারানো গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করবো।

এর আগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগ করেন আখলাক আহমেদ। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

শিক্ষকদের মতে, চাকরির হারানোর আশঙ্কায়ই তিনি নিজে পদত্যাগ করেছেন। এছাড়া আখলাক আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের দুটি উচ্চপর্যায়ের তদন্ত চলমান রয়েছে।

এএএইচ/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।