চট্টগ্রাম শিক্ষাবোর্ডে কমেছে এইচএসসি পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৪১ এএম, ২৪ জুন ২০২৫

আগামী ২৬ জুন থেকে অনুষ্ঠিতব্য ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার পরীক্ষার্থী কমেছে। তবে গতবারের তুলনায় এবার কলেজের সংখ্যা বেড়েছে। এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ৩০৭টি কলেজ থেকে মোট ১ লাখ ২ হাজার ৮৬৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করবেন। মোট ১১৫টি কেন্দ্রে এসব শিক্ষার্থী পরীক্ষা দেবেন। গতবছর ২০২৪ সালে ২৮৭টি কলেজ থেকে ১ লাখ ৬ হাজার ৩৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল।

চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা মহানগরসহ চট্টগ্রাম জেলায় ৭১ হাজার ৫২৩ জন পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে। এরমধ্যে ৩১ হাজার ৮৩৯ জন ছাত্র এবং ৩৯ হাজার ৬৮৪ জন ছাত্রী। তাতে মহানগরে পরীক্ষার্থীর সংখ্যা ৩৫ হাজার ৫৮৪ জন।

বিজ্ঞাপন

আরও পড়ুন:

কক্সবাজার জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ৫ জন, যার মধ্যে ৪ হাজার ৭২২ ছাত্র ও ৭ হাজার ২৮৪ জন ছাত্রী। রাঙামাটিতে পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৫৫৪ জন, যার মধ্যে ২ হাজার ৪১৬ ছাত্র এবং ৩ হাজার ১৩৮ জন ছাত্রী। খাগড়াছড়িতে পরীক্ষার্থী রয়েছে ৭ হাজার ৮২ জন, এরমধ্যে ৩ হাজার ৩০৬ জন ছাত্র ও ৩ হাজার ৭৭৬ জন ছাত্রী। বান্দরবান পার্বত্য জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৮৭১ জন, যার মধ্যে ১ হাজার ৮৫৬ জন ছাত্র এবং ২ হাজার ১৫ জন ছাত্রী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবার ১১৫টি কেন্দ্রে ৩০৭টি কলেজের ১ লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষা অনুষ্ঠানের জন্য ৪০টি পরিদর্শক টিম গঠন করা হয়েছে। সাধারণ পরিদর্শক দল গঠন করা হয়েছে ৩০টি ও বিশেষ পরিদর্শক দল গঠন করা হয়েছে ১০টি।

এমডিআইএইচ/এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।