বিচারপতি স্মৃতি পুরস্কারে ভূষিত হলেন ড. চৌধুরী নাফিজ


প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ২৯ জানুয়ারি ২০১৭

‘বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি পুরস্কার-২০১৭’ পুরুস্কার পেয়েছেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ শারাফাত। বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি এ পুরস্কার লাভ করেন।

বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সম্প্রতি স্বাধীনতা সংসদ আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ড. চেীধুরী নাফিজ শারাফাত উক্ত পুরস্কার গ্রহণ করেন।

বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ ভারতীয় উপমহাদেশের প্রথম মুসলিম প্রধান বিচারপতি এবং বিশিষ্ট বুদ্ধিজীবী নেতা ছিলেন। তার জীবন ও কর্মে উদ্বুদ্ধ করতে প্রতি বছর এ পুরস্কার প্রদান করা হয়।

এমএইচএম/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।