ম্যানসিটির বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ


প্রকাশিত: ০৫:৫৪ এএম, ২৪ জুলাই ২০১৫

নতুন মৌসুম শুরুর আগে চ্যাম্পিয়ন্স কাপে খেলে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পাচ্ছে ক্লাবগুলো। সেই ধারাবাহিকতায় এবার ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দু`দলের এই ম্যাচ শুরু হবে শুক্রবার বিকেল ৪টায়।

যদিও এর আগে নতুন কোচ বেনিতেজের প্রথম ম্যাচে রোমার বিপক্ষে সাডেন ডেথে ৭-৬ গোলে হেরে অঘটনের শিকার হতে হয়েছে মাদ্রিদিস্তানদের। তবে, এর আগে দুবার দুদলের দেখায় এক বার ড্র ও একবার জয়ের দেখা পেয়েছিলো লস ব্ল্যাঙ্কোসরা। তাই এ ম্যাচে জয় তুলে নিতে চাইবে বেনিতেজের দল।

অন্যদিকে, রিয়াল মাদ্রিদ রোমার কাছে হারলেও, এই সাডেন ডেথেই রোমাকে ৫-৪ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এছাড়া, দারুণ ফর্মে থাকা পেল্লেগ্রিনির শিষ্যরা শেষ পাঁচ ম্যাচের একটিতেও হারের স্বাদ পায়নি। তাই রিয়ালের বিপক্ষেও জয় তুলে নিতেই মাঠে নামবে সিটিজেনরা।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।