এসএসসি পরীক্ষা শুরু ২ ফেব্রুয়ারি


প্রকাশিত: ০৩:১৯ এএম, ১৯ নভেম্বর ২০১৪

বিরতি রেখেই এবারের এসএসসি পরীক্ষায় চূড়ান্ত সূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সূচি অনুযায়ী, ২ ফেব্রুয়ারি  শুরু হয়ে তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা চলবে ১০ মার্চ পর্যন্ত।

আগামী ১১ মার্চ সঙ্গীতের ব্যবহারিক পরীক্ষা এবং ১২ থেকে ১৬ মার্চের মধ্যে অন্য সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ২০১৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার এই চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়।

গত ছয় বছর ধরে ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে আসছে। গত ২ জুলাই শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছিলেন, পাবলিক পরীক্ষার মধ্যে সরকারি ছুটির দিন ছাড়া অন্য কোনো বন্ধ রাখা হবে না। পরে গত ৭ সেপ্টেম্বর তিনি সংসদে জানান, বিরতিহীন পরীক্ষা নেয়ার বিষয়টি সরকারের পর্যালোচনায় রয়েছে।

এ নিয়ে বিতর্কের পর এবার ৩৯ দিনে এসএসসির তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা নেয়ার প্রস্তাব করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। এই প্রস্তাব যাচাই-বাছাই ও মতামতের ভিত্তিতে আন্তঃশিক্ষা বোর্ডের প্রস্তাবিত সূচিই অনুমোদন করে শিক্ষা মন্ত্রণালয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।