৪র্থ গণবিজ্ঞপ্তির দাবিতে অনশনে ১৬তম নিবন্ধনধারীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৫ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২২
গণবিজ্ঞপ্তির দাবিতে অনশনে ১৬তম নিবন্ধনধারীরা

চতুর্থ গণবিজ্ঞপ্তির দাবিতে অনশনে বসেছেন ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা। রোববার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সামনে এই কর্মসূচি শুরু হয়েছে।

কর্মসূচিতে ১৬তম নিবন্ধনে উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা অংশ নিয়েছেন।

ফোরামের সভাপতি মো. শাকিল আহমেদ জানান, চতুর্থ গণবিজ্ঞপ্তির দাবি আদায় করতে সারাদেশ থেকে নিবন্ধিত প্রার্থীরা ঢাকায় এসেছেন। দুপুর ২টা পর্যন্ত আমরা এনটিআরসিএর অনশন কর্মসূচি পালন করবো। কর্তৃপক্ষের পক্ষ থেকে আশ্বস্ত না করা পর্যন্ত এ অনশন কর্মসূচি অব্যাহত থাকবে।

jagonews24

ফোরামের অর্থ সম্পাদক মো. জাকির বলেন, নিবন্ধন জাতির ইতিহাসে সবচেয়ে অবহেলিত ব্যাচ হচ্ছে ১৬তম। মাত্র সাতদিনের ভাইভা বাকি থাকার কারণে আমরা তৃতীয় গণবিজ্ঞপ্তি পাইনি। আমাদের অনেকেরই বয়স ৩৫ বছরের কাছাকাছি। এই অবস্থায় আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমাদের দাবি আদায়ে অনশন ছাড়া আর কোনো পথ দেখছি না।

১৬তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২০১৯ সালের ২৩ মে। প্রিলিমিনারি পরীক্ষা হয় ওই বছরেরই ৩০ আগস্ট, ফল প্রকাশ করা হয় ৩০ সেপ্টেম্বর। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৫ ও ১৬ নভেম্বর।

সর্বোচ্চ দুই মাসের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশের কথা থাকলেও তা প্রকাশ করা হয় এক বছর পর ২০২০ সালে ১১ অক্টোবর। লিখিত পরীক্ষার ফল প্রকাশের এক বছরেরও বেশি সময় পর ২০২১ সালের ১৭ অক্টোবর ১৬তম নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।

এমএইচএম/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।