জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু আজ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৫ এএম, ১৭ অক্টোবর ২০২২
ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আজ সোমবার (১৭ অক্টোবর) থেকে সারাদেশে একযোগে এ পরীক্ষা শুরু হয়ে চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। গতকাল রাতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সারাদেশে ৩২৪ কেন্দ্রে ৮৮০টি অনার্স কলেজের প্রায় ৫ লাখ পরীক্ষার্থী এতে অংশ নিবে। পরীক্ষার যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে কর্তৃপক্ষ সবার সহযোগিতা কামনা করেছে।

এমএইচএম/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।