জোটগতভাবেই নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত বিএনপির


প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

চলমান গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে ২০ দলীয় জোট আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নেবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলামগীর।

শুক্রবার রাত সাড়ে ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপাসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত ২০ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

আসন্ন ইউপি নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করলেও মির্জা ফখরুল বলেন, ‘আমরা জানি, ইউপি নির্বাচনের ফলাফল কী হবে। অতীতে দেখেছি সরকার নির্বাচন কমিশনের ওপর হস্তক্ষেপ করেছে। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারেনি। তারপরও জনগণের কাছে যাওয়ার জন্যেই নির্বাচনে অংশ নিচ্ছি। আজ (শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি) থেকেই মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে।’

খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলাকে ভিত্তিহীন দাবি করে এর তীব্র নিন্দা জানানোর পাশাপাশি দ্রুত মামলা প্রত্যাহারেরও দাবি জানান তিনি।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহতার কথা উল্লেখ করে ফখরুল বলেন, ‘সাম্প্রতিককালে শিশু হত্যার ঘটনাই প্রমাণ করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হয়েছে। দেশে এখন চরম নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে।’

ইউপি নির্বাচনে জোটের শরিকদের নিয়ে আসন ভাগাভাগির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘জোটের শরিকদের নিয়ে কোন প্রক্রিয়ায় আসন ভাগাভাগি করা হবে এ ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এ বিষয়ে পরবর্তীতে জানানো হবে।’

বৈঠকে অন্যদের মধ্যে জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির সভাপতি ড. মুস্তাফিজুর রহমান ইরান, এনডিপির সভাপতি খন্দকার গোলাম মুর্তোজা, কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৈঠকে অন্য শরিক দলগুলো অংশ নিলেও জামায়াত-এলডিপির কোনো প্রতিনিধি ছিলো না।

এমএম/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।