এইচএসসিতে পাসের হারও কমেছে

২০২২ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার। মোট পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। ২০২১ সালের পরীক্ষায় পাসের হার ছিল ৯৫ দশমিক ২৬ শতাংশ। এবছর পাসের হার কমেছে ৯ দশমিক ৩১ শতাংশ।
এবছর জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ শিক্ষার্থী। ২০২১ সালে এই সংখ্যা ছিল ১ লাখ ৮৯ হাজার ১৬৯।
আরও পড়ুন>>এইচএসসিতে পাসের হার ৮৫.৯৫ শতাংশ
বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
এর আগে বেলা ১১টার পর প্রধানমন্ত্রীর কার্যালয় চামেলী হলে নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি ও বোর্ডের চেয়ারম্যানরা। এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।
আরও পড়ুন>>এইচএসসিতে কমেছে জিপিএ-৫
এবছর সব শিক্ষাবোর্ডে ছাত্রের চেয়ে ২ দশমিক ৯৫ শতাংশ বেশি ছাত্রী পাস করেছেন এবং ১৫ হাজার ১৬০ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন। ২০২২ সালের এ পরীক্ষায় মোট শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে ২৮টি এবং মোট কেন্দ্র বেড়েছে ১৬টি৷
২০২২ সালের মোট ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৯ হাজার ৫২২ জন এবং ছাত্রী ৫ লাখ ৬৭ হাজার ৮৬৫ জন।
এমএইচএম/ইএ