বুটেক্সে ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ, পরীক্ষা ১৬ জুন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতকের ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ শনিবার (১৩ মে)। এরপর ২৫ মে আবেদন করা যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। পরের দিন ২৬ মে থেকে ডাউনলোড করা যাবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুটেক্সে ১০টি বিভাগে মোট আসন সংখ্যা ৬০০। এবার এই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ছয় হাজার শিক্ষার্থী। পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিত বিষয়ে এইচএসসি প্রাপ্ত মোট নম্বরের ওপর ভিত্তি করে মেধার ভিত্তিতে ছয় হাজার শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হবে।
আরও পড়ুন: মেডিকেলের আদলে হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা
আবেদনের যোগ্যতা
এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ সহ পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও ইংরেজি বিষয়ে কমপক্ষে ১৯ পয়েন্ট থাকলে ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে। এছাড়া এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ থাকতে হবে।
ভর্তি পরীক্ষা কবে
১৬ জুন ভর্তি পরীক্ষা হবে। ওইদিন সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত শুধু বুটেক্স ক্যাম্পাসে এ পরীক্ষা (লিখিত টাইপ) হবে। ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৬ জুন।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘মোখা’: ৫ বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
আবেদন ফি
শিক্ষার্থীরা ২০০ টাকা ফি দিয়ে আবেদন করতে পারবেন। আর লিখিত পরীক্ষার যোগ্য প্রার্থীকে ৮০০ টাকা প্রদান করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
এমএইচএম/জেডএইচ/এমএস