শিক্ষাক্রম বাতিলের দাবিতে শহীদ মিনারে অভিভাবকদের মানববন্ধন কাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ২৩ নভেম্বর ২০২৩
ফাইল ছবি

নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে এবার কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে অভিভাবকদের সংগঠন ‘সম্মিলিত শিক্ষা আন্দোলন’। শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় এ মানববন্ধন হবে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় সম্মিলিত শিক্ষা আন্দোলনের আহ্বায়ক রাখাল রাহার সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, দেশের শিক্ষাব্যবস্থা, সমাজ, পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ একটা শিক্ষাক্রম সরকার এ বছর থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বাস্তবায়ন শুরু করেছে। ফলে দেশের পতিত শিক্ষাব্যবস্থা আরও পতনের সম্মুখীন হয়েছে। আমাদের সন্তানের শিক্ষা ও জীবন আজ ভয়ঙ্কর ঝুঁকির মুখে। তাদের এ বিপন্নতায় আমরা সারাদেশের অভিভাবকরা খুবই উদ্বিগ্ন। এমতাবস্থায় আমরা শুক্রবার সকাল ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনের আয়োজন করেছি।

সম্মিলিত শিক্ষা আন্দোলনের যুগ্ম-সচিব মারজান আক্তার বলেন, নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে আমাদের চলমান আন্দোলনের বড় কর্মসূচি হলো শুক্রবার শহীদ মিনারে। সব অভিভাবক কারিকুলাম বাতিলের দাবিতে এ মানববন্ধনে অংশ নেবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিভাবদের ৮ দফা দাবি হলো:

>>শিক্ষানীতিবিরোধী নতুন কারিকুলাম সম্পূর্ণ বাতিল করতে হবে।

>>নম্বরভিত্তিক দুটি সাময়িক লিখিত পরীক্ষা (৬০ নম্বর) চালু রাখতে হবে এবং ধারাবাহিক মূল্যায়ন হিসেবে ৪০ নম্বর রাখতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

>>নবম শ্রেণি থেকেই শিক্ষার্থীর আগ্রহ অনুযায়ী বিষয় নির্বাচনের সুযোগ অথবা বিজ্ঞান বিভাগ রাখতে হবে।

>>ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ ইত্যাদি নির্দেশক বা ইন্ডিকেটর বাতিল করে নম্বর ও গ্রেডভিত্তিক মূল্যায়ন পদ্ধতি রাখতে হবে।

>>সব সময় সব শিখন, প্রোজেক্ট ও অভিজ্ঞতাভিত্তিক ক্লাসের ব্যয় সরকারকে বহন করতে হবে এবং স্কুল পিরিয়ডেই সব প্রোজেক্ট সম্পন্ন হতে হবে।

বিজ্ঞাপন

>>শিক্ষার্থীদের দলগত ও প্রোজেক্টের কাজে ডিভাইসমুখী হতে অনুৎসাহিত করতে হবে এবং তাত্ত্বিক বিষয়ে অধ্যয়নমুখী করতে হবে।

>>প্রতিবছর প্রতি ক্লাসে নিবন্ধন ও সনদ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করতে হবে, প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা চালু রাখতে হবে এবং এসএসসি ও এইচএসসি দুটি পাবলিক পরীক্ষা বহাল রাখতে হবে।

>>সব সময় সব শ্রেণিতে নতুন কারিকুলাম বাস্তবায়নের আগে অবশ্যই তা মন্ত্রিপরিষদ ও সংসদে উত্থাপন করতে হবে।

বিজ্ঞাপন

এএএইচ/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।