জার্মানিতে উচ্চশিক্ষা নিয়ে বিসাগের সেমিনার


প্রকাশিত: ০৯:৪৮ এএম, ১৯ ডিসেম্বর ২০১৪

জার্মানিতে উচ্চশিক্ষার বিভিন্ন খবর নিয়ে বাংলাদেশে দ্বিতীয়বারের মত সেমিনারের আয়োজন করতে যাচ্ছে জার্মানিতে বসবাসরত বাংলাদেশিদের স্বেচ্ছাসেবী ফোরাম বিসাগ। আগামী ২২শে ডিসেম্বর ২০১৪ থেকে ৫ই জানুয়ারি ২০১৫ পর্যন্ত দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জার্মানিতে উচ্চশিক্ষার বিভিন্ন তথ্য নিয়ে এসব সেমিনারের আয়োজন করবে স্বেচ্ছাসেবী এই ফোরাম।

মূলত দুটি পর্বে বিভক্ত এসব সেমিনারের প্রথম পর্বে থাকবে জার্মানিতে উচ্চশিক্ষার ধাপসমূহের ব্যাখ্যা এবং প্রশ্নোত্তর পর্ব। অন্য পর্বে থাকবে কিভাবে দেশে থেকে এমনকি নিজ ঘরে বসে সহজভাবে জার্মান ভাষা শেখা সম্ভব -তার বিস্তারিত তথ্য।

বাংলাদেশে সেমিনার আয়োজনের বিষয়ে বিসাগের প্রতিষ্ঠাতা আদনান সাদেক বলেন- বিনামূল্যে ইংরেজি ভাষায় পড়াশোনার সুযোগ, শক্তিশালী অর্থনীতি, পারিবারিক সুযোগ সুবিধা, সামাজিক নিরাপত্তা এবং উন্নত মানের জীবন যাত্রার মান- এইসব মিলিয়ে জার্মানি এই মুহূর্তে উচ্চশিক্ষার্থে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য। অন্যদিকে সঠিক পথ নির্দেশনা এবং জার্মান ভাষায় দক্ষতার অভাবে জার্মানিতে উচ্চশিক্ষার ধাপগুলো এখনও বাংলাদেশি ছাত্রছাত্রীদের নিকট সঠিকভাবে উপস্থাপিত হয়নি। বিসাগ গত চার বছর ধরে জার্মানিতে উচ্চশিক্ষার ধাপগুলো এবং ভবিষ্যতে সফল ক্যারিয়ার তৈরির পথ বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্য সহজ করে তুলে ধরছে। সেই স্বেচ্ছাসেবী প্রচেষ্টার পথ ধরে আমরা আয়োজন করতে যাচ্ছি ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে জার্মানি বিষয়ক সেমিনার এবং কর্মশালার।

বিসাগ পরিচালকসহ জার্মানিতে স্থায়ীভাবে বসবাসরত আরও বেশ কয়েকজন বিসাগের সেচ্ছাসেবীরা ডিসেম্বরের ২২ তারিখ থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত এইসব সেমিনারে সশরীরে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।

বিসাগের এই সেমিনার বা বিসাগ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বিসাগের নিজস্ব ওয়েবসাইটে (http://bsaagweb.de/ )।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।