বৈষম্য নিরসনের দাবিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
দীর্ঘদিন ধরে চলা বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে তারা উপাচার্যসহ দলবাজ হিসেবে পরিচিত কর্মকর্তাদের অপসারণ দাবি করেন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় অবস্থিত অস্থায়ী ক্যাম্পাসের সামনে তারা এ কর্মসূচি করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর থেকে কোনো শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা পদোন্নতি পাননি।
- আরও পড়ুন
- পদত্যাগের আলটিমেটামের মুখে ‘গণপদোন্নতি’ দিচ্ছেন ভিসি-প্রোভিসি
অবশেষে পদত্যাগ করলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি
মানববন্ধন থেকে অনতিবিলম্বে উপাচার্যসহ দলবাজ কর্মকর্তাদের পদত্যাগ এবং দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার সব স্তরের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর পদোন্নতি দাবি করা হয়।
এসময় শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদমাধ্যমে বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে যে বক্তব্য দিয়েছেন তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
এদিকে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আবদুর রশীদ দুপুরে শিক্ষা মন্ত্রণালয় বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন। তিনি নিজে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার পদত্যাগপত্র এখনো গৃহীত হয়েছে কি না, তা জানা যায়নি।
এএএইচ/এমকেআর/জেআইএম