বিদেশে জিপিএ-৫ পেয়েছে ১১২ জন


প্রকাশিত: ০৭:২৫ এএম, ১১ মে ২০১৬

চলতি বছরের মাধ্যমিক (এসএসসি) ও সমমান পরীক্ষায় বিদেশের কেন্দ্রগুলোতে পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ১১২ জন শিক্ষার্থী। মোট আটটি কেন্দ্রে গড় পাসের হার ৮৯ দশমিক ৩৭ শতাংশ।

মোট আটটি কেন্দ্রে এবার ৩৯৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে পাস করেছে ৩৫৭ জন। ঢাকা বোর্ডের অধীনে মূলত লিবিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবার এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এরআগে বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় শিক্ষা বোর্ডের চেয়ারম্যানেরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষামন্ত্রী ফলের কিছু তথ্য তুলে ধরেন।

এদিকে আজ (বুধবার) বেলা ১টার দিকে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী ফলের বিস্তারিত তুলে ধরবেন। এরপর পরপরই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, এবার পাসের হার ৮৮ দশমিক ২৯ শতাংশ। যা গতবারের চেয়ে ১ দশমিক ২৫ শতাংশ বেশি। এছাড়া সারাদেশে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৯ হাজার ৭৬১ জন পরীক্ষার্থী।

এইচএস/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।