বেসরকারি স্কুল-কলেজ

এনটিআরসিএর মাধ্যমে একসঙ্গে নিয়োগ-এমপিওভুক্তির চিন্তা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৩ পিএম, ২২ জানুয়ারি ২০২৫

দেশের বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগে সুপারিশ করে থাকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। নিয়োগ পাওয়ার পর শিক্ষকদের এমপিওভুক্তির জন্য ধরনা দিতে হয় শিক্ষা প্রশাসনের বিভিন্ন স্তরে। উপজেলা ও জেলা শিক্ষা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আঞ্চলিক কার্যালয়ে ঘুরতে হয় তাদের।

শিক্ষকদের এ ভোগান্তি দূর করতে এনটিআরসিএর মাধ্যমে একসঙ্গে নিয়োগের সুপারিশ ও এমপিওভুক্তি করা যায় কি না, তা পর্যালোচনা করছে শিক্ষা মন্ত্রণালয়। শিগগির এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

বুধবার (২২ জানুয়ারি) শিক্ষাবিষয়ক সাংবাদিকদের একমাত্র নিবন্ধিত সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, শিক্ষাখাতে এখনও চরম বিশৃঙ্খলা। আগে বিশৃঙ্খলা দূর করে দুর্নীতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। এরপরে শিক্ষাখাতের বরেণ্যদের নিয়ে একটি ‘শিক্ষাখাতের উপদেষ্টা পরিষদ’ গঠন করার পরিকল্পনা আমাদের রয়েছে।

তিনি বলেন, শিক্ষাব্যবস্থা একটা দেশে নষ্ট হতে অনেক সময় লাগে। এটা একটা সাইকেল (চক্রাকার)। প্রাইমারি স্কুল খারাপ হলে, মাধ্যমিকেও খারাপ হবে। তারা গ্র্যাজুয়েশন শেষ করে তারাই তো আবার শিক্ষক হবে, পড়াবে। এভাবে পর্যায়ক্রমে শিক্ষাব্যবস্থা ভেঙে পড়ে।

সভায় অন্যদের মধ্যে ইরাবের সভাপতি ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক সোলাইমান সালমান, সাবেক সভাপতি সাব্বির নেওয়াজ, নিজামুল হক, শরীফুল আলম সুমনসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এএএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।