বইমেলায় বৃষ্টির ‘সব চরিত্র কাল্পনিক নয়’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:৪০ পিএম, ১৫ মার্চ ২০২২

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে নূরেন নির্ভাণা বৃষ্টির গল্পগ্রন্থ ‘সব চরিত্র কাল্পনিক নয়’। বইটি প্রকাশ করেছে চয়ন প্রকাশন।

বইটির প্রচ্ছদ করেছেন খালিদ আন নাওয়ার। বইটি তার প্রথম গল্পগ্রন্থ। পাওয়া যাচ্ছে ১৫৮ নম্বর স্টলে।

বইটি সম্পর্কে লেখক বলেন, ‘মানুষের মনের ভাঁজে ভাঁজে কখনো ডুব সাঁতার দিয়ে দেখেছেন তা কতটা গভীর? যে গভীরতায় মাঝে মাঝে হাবুডুবু খায় মন অথবা হাঁটুজলে পারাপার। প্রতিদিনের আটপৌরে গল্প, খুব সাধারণ, তবুও টান ফেলছে হৃদয় গহিনের কোনো এক সুতোয়। সে সুতোয় মাঝে মাঝে ফসকে যাচ্ছে গেরো অথবা আটকে যাচ্ছে প্রগাঢ় মায়ায়।’

তিনি আরও বলেন, ‘মনের ভাঁজ, সুতোর টান, সবটাই বুঝি গল্প? আর এই সমস্তটা ঘিরে যেই চরিত্রগুলো, সবটাই কি কাল্পনিক?’

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।